Ads (728x90)

SRI SRI THAKUR VIDEO

Like this page

Recent Posts

World time

Add as a follower to automatically get updated Article. Jaiguru!

কথাপ্রসঙ্গে শ্রীশ্রীঠাকুর বললেন --- শালা ! দুনিয়ার সবাই পাগল । মেয়েমানুষ, নাম, কাম, টাকা-পয়সা, পান্ডিত্য কতকিছুর জন্য মানুষ পাগল হয়, কিন্তু আদত জিনিসের জন্য মানুষ পাগল হ'তে চায় না ।



তাঁকে পেলে আর কিছু অপাওয়া থাকে না । আর পাওয়া মানে হওয়া । ইষ্টকে তোমার মধ্যে বসিয়ে দিলে তোমার বৈশিষ্ট্যমত তুমি যা' হও, সেইটেই তোমার ইষ্টপ্রাপ্তি । আর এই ইষ্টের জন্য মানুষ যখন পাগল হয়, তখনই সে প্রকৃতিস্থ । তার আগ-পর্য্যন্ত মানুষ অল্পবিস্তর অপ্রকৃতিস্থ জীবন যাপন করে । প্রবৃত্তির অধীন যেখানে যে যতটুকু, অপ্রকৃতিস্থ সেখানে সে ততটুকু তেমনি । আবার এই অসঙ্গতি সে নিজে ধরতে পারে না , আবার কেউ বললেও কার্য্য- কারণ দেখিয়ে সেইটেই support( সমর্থন) করে । তবে যারা সদগুরু গ্রহণ ক'রে খানিকটা সেইপথে চলতে চেষ্টা করে, তাদের একটা মস্ত লাভ হয় এই যে, তারা নিজের ভুল কিছু-কিছু ধরতে পারে । ভুলকে ভুল ব'লে যে ধরতে পারে, তার পক্ষে তা' শোধরান অনেক সহজ ।
(আলোচনা প্রসঙ্গে ২য় খন্ড)

Post a Comment