Ads (728x90)

SRI SRI THAKUR VIDEO

Like this page

Recent Posts

World time

Add as a follower to automatically get updated Article. Jaiguru!

শ্রীশদাঃ অনেক সময় বিরুদ্ধ পক্ষ এত প্রবল থাকে যে সেখানে কিছু করতে যাওয়া বিপজ্জনক ।

শ্রীশ্রীঠাকুরঃ যেখানে যে-অবস্থায়, যেমন ক'রে করলে প্রতিবিধান হয়, তাই করতে হবে । অনেক সময় চুপ ক'রে থেকে শক্তি-সংগ্রহ করতে হয় । তার মধ্যেও আবার মন্ত্রগুপ্তি চাই । তবে যাজনের প্রয়োজন আছে সব সময় । অন্যায়টা যে কেন অন্যায় সেটা তার উপর ফেলে সে যা'তে বুঝতে পারে, তেমনভাবে কথাবার্তা বলতে হয় । হয়তো বলছি নিজের উদাহরণ
দিয়ে, তা'তে সে চটে না । কিন্তু বুঝতে পারে । অনেক সময় উপযুক্ত সুযোগের জন্য অপেক্ষা করা লাগে । কিন্তু যখন বোঝা যায় যে, বাধা না দিলে অত্যন্ত ক্ষতিকর হবে, আশু বিপদ ঘটবে, তখন বাধা দেওয়াই লাগে । আর, সে বাধাটা দিতে হয় ভীম ঝঞ্ঝার মতো করে । যেখানে প্রচন্ডভাবে বাধা দেওয়া দরকার, সেখানে তা' না ক'রে যদি feeble protest
( মৃদু প্রতিবাদ) করা যায়, তা'তে কাজ খারাপ হয় ।



অনেক বাড়িতে দেখা যায়, বাপ-মা বা অভিভাবক যারা, তারা ছেলেপেলেদের হরদম নিষেধ করছে ও আদেশ দিচ্ছে, কিন্তু ছেলেপেলেরা তা' মানছে না, এতে না-মানাটাকেই পাকা-পোক্ত ক'রে দেওয়া হয় ।
সোজাসুজি নিষেধ বা আদেশ কম করতে হয়, আর করলেও এমনভাবে করতে হয় যা'তে তা' পালন করেই । বলতে হয় এমন ক'রে, যা'তে বুঝটা ফুটে ওঠে এবং করতে আগ্রহী হয় ।।
(আলোচনা প্রসঙ্গে ১৪।৫।১৯৪২)

Post a Comment