Ads (728x90)

SRI SRI THAKUR VIDEO

Like this page

Recent Posts

World time

Add as a follower to automatically get updated Article. Jaiguru!

অন্য কথা প্রসঙ্গে শ্রীশ্রীঠাকুর বললেন --- শ্রীকৃষ্ণ তো শব্দযোগী ছিলেনই । আমার ধারণা ক্রাইষ্টও শব্দযোগী ছিলেন ।
তাঁর সব কথাই সন্তদের সঙ্গে মেলে । ঠিকভাবে পরিবেশন না হলে গোলমাল হয় । কোন পিছটান বা সংস্কারে আবদ্ধ থাকলে upper motion (উর্দ্ধগতি) stopped (রুদ্ধ) হ'য়ে যায় । বর্ত্তমান সন্তের মধ্যে পূর্ব্বতন সব সন্তই সঞ্জীবিত থাকেন । তাঁকে ভালবাসলে, তাঁর ভিতর-দিয়ে সবাইকেই পাওয়া যায় । সন্ত ব'লে যাঁরা অভিহিত হন, তাঁদের সবাই কিন্তু সন্ত নন । একজন যাওয়ার পর পরবর্ত্তী যোগ্যতম ব্যক্তি হয়ত নির্বাচিত হলেন, তিনি সন্ত নাও হতে পারেন । ইউনিভারসিটি যেমন সন্মানসূচক ডিগ্রী দেয়, এও কতকটা সেইরকম । কোন ভাল ভক্তকে বলা হ'ল --- তুমি চালাও । তার চলনা ঠিক না থাকলে follower (অনুসরণকারী) -দের মধ্যে গলতি ঢুকে যায় । সাধারণ মানুষও কয়েদ হ'য়ে থাকে তাতে ।



ভান্ডারীদা --- একজন প্রকৃত সন্ত আসার পর, তাঁর পরবর্তীকালে হয়ত সন্ত নন এমনতর লোক সন্ত ব'লে পূজিত হন ।

শ্রীশ্রীঠাকুর --- ঐভাবে গোল আসে । এরা হল সাজা সন্ত, বাস্তব চরিত্রে হয়তো তা' নয় ।

(আলোচনা প্রসঙ্গে ১৭তম খন্ড)

Post a Comment