Ads (728x90)

SRI SRI THAKUR VIDEO

Like this page

Recent Posts

World time

Add as a follower to automatically get updated Article. Jaiguru!

১৩ই চৈত্র শুক্রবার -
 রাত্রে আমি ও সতীশ জোয়ার্দ্দার আশ্রমে পৌছিলাম । বহূ ভিন্ন-ভিন্ন স্থানের ভক্তগন উপস্থিত আছেন। নানা কথা হচ্ছে ।

কথাপ্রসঙ্গে লোকের দ্বারে-দ্বারে গিয়ে নামপ্রচার, দীক্ষাদান যাহা করা হ'চ্ছে তারই কথা উঠলো ।

আমি ( অশ্বিনীকুমার বিশ্বাস)ঃ  যেরূপ করা হচ্ছে তার উদ্দেশ্য মহৎ ! ছলে-বলে-কৌশলে জীবকে নাম দিয়ে ভগবানমূখী করা মহৎ বটে, কিন্তু practically তাতে দোষ দাঁড়াচ্ছে এই যে, একে পাঁচ পয়সা ড্রামের ওষুধ তাও আবার যেচে বিনামূল্যে দেওয়ায় মানুষের তাতে বিশ্বাস দৃঢ় হ'চ্ছে না ! একেবারে অনায়াসলব্ধ দ্রব্যের আদর কম হয়, তবে বহূ আয়াসসাধ্য হ'লেও লোকে ভয়ে অগ্রসর হয় না । তাই অল্পায়াসসাধ্য ক'রে মধ্যপন্থা ধ'রে দেওয়া ভাল মনে হয় ।



 কিন্তু শুনেই দীক্ষা নিতে বা কীর্ত্তনে ভাবোন্মাদ হ'য়ে temporary excitement বশে দীক্ষা নিতে চাইলেই দীক্ষা দেওয়া ঠিক নয় । তাদের ঐ অনায়াসলব্ধ দীক্ষামন্ত্রে দৃঢ়বিশ্বাস থাকে না এবং কিয়ৎকাল পরেই পতন ঘটে । তাদের বলা উচিত --- " অমুক স্থানে যাও, নিজে দেখে-শুনে বুঝে নাও ।" তারপর সে একটু আয়াস স্বীকার ক'রে সেখানে যাক, সঙ্গ করুক, বিশেষ ক'রে বুঝুক --- যতদুর পারে এবং দীক্ষা লউক ।

শ্রীশ্রীঠাকুর এতে সম্মতি জানালেন ।।

।। (অমিয়বাণী -- অশ্বিনীকুমার বিশ্বাস) ।।

Post a Comment