Ads (728x90)

SRI SRI THAKUR VIDEO

Like this page

Recent Posts

World time

Add as a follower to automatically get updated Article. Jaiguru!

হরিশদা -- একটা মানুষ বিশ্বাসঘাতক কিনা, কি-ক'রে বোঝা যায় ?

শ্রীশ্রীঠাকুর ---- কথাবার্তা, চালচলন, আচার-আচরণ লক্ষ্য করতে হয় । দেখতে হয় মানুষটার শ্রদ্ধা প্রবল, না inferiority (হীনমন্ম্যতা) প্রবল ; কৃতজ্ঞতা ও সন্তোষ বেশী, না অনুযোগ-অভিযোগ ও অসন্তোষ বেশি ; স'য়ে-ব'য়ে অন্যের সংশোধনে তৎ-পর, না দোষের কথা ব'লে তাদের লোকের সামনে হেয় করতে ব্যস্ত ; কেউ ভাল আছে দেখলে সুখী হয়, না ঈর্ষান্বিত হয়। ; অন্যকে বাহাদুরি দেয়, না নিজের বাহাদুরির কথাই বলে ; অন্যের সুখ-সুবিধা ক'রে নিজের সুখ-সুবিধা চায়, না নিজের সুখ-সুবিধার খাতিরে বেপরোয়াভাবে অন্যের স্বার্থ ব্যাহত করতে পারে ;


উপকারীর দুঃখ- বিপদের সময় তার পাশে এসে দাঁড়ায়, না পাশ কাটিয়ে যায় ;তার অসতর্ক মুহুর্ত্তের চালচলন ও কথাবার্তার ভিতর-দিয়ে এইগুলি
লক্ষ্য করতে হয় । একটু নজর করলেই ধাঁজ টের পাওয়া যায় ।।

( আলোচনা প্রসঙ্গে ৫ম খন্ড)

Post a Comment