Ads (728x90)

SRI SRI THAKUR VIDEO

Like this page

Recent Posts

World time

Add as a follower to automatically get updated Article. Jaiguru!

একটি ভাই শ্রীশ্রীঠাকুরের সাথে কিছুক্ষণ "প্রাইভেট" কথা বললেন, কথা শেষ হ'য়ে গেলে শ্রীশ্রীঠাকুর বললেন --- দেখ, প্রায়শ্চিত্তের কয়টা অধ্যায় আছে ।

(১) খ্যাপন  (২) মার্জ্জন  (৩) স্খালন  (৪) অঘমর্ষণ  (৫) ঐকান্তিকতার সহিত শ্রেয়ানুশীলন ।

খ্যাপন হল নিজের পাপের কথা উপযুক্ত দরদী ব্যক্তিত্বের কাছে খুলে বলা । মার্জ্জন হ'ল নিজেকে মেজে ফেলা । স্খালন --- devoid of dirties (ময়লাবিমুক্ত) হওয়া । অঘমর্ষণ হ'চ্ছে পাপের চিন্তা একেবারে নাশ ক'রে ফেলা, পাপে একদম নির্লোভ হওয়া, আসক্তিবিহীন হওয়া । যে যে-কোনরকম প্রায়শ্চিত্ত করুক না কেন তাকে এই কয়টার মধ্য-দিয়ে যেতেই হবে । এইভাবে ক্রমে আস্তে-আস্তে নির্লোভ হ'য়ে তাকে পাপের প্রতি আসক্তিবিহীন হ'তেই হবে ।



 তারপরে লাগবে ঐকান্তিকতার সহিত শ্রেয়ানুশীলন । এই ধাপগুলি পর-পর পালন ও অতিক্রম ক'রে গেলেই একজনের প্রায়শ্চিত্ত করা সম্পুর্ণ হ'তে পারে ।


।। (দীপরক্ষী ২য়, ৬।৫।১৯৫৬)।।

Post a Comment