কেষ্টদা --- বড়খোকা, মণি এরা অসাধারণ মানুষ । ওরা একটু shy (লাজুক প্রকৃতির) , নইলে মানুষ-পরিচালনা করার ক্ষমতা ওদের খুব আছে । মাথাও খুব ভাল, বুঝগুলি এমন সহজ ।
শ্রীশ্রীঠাকুর --- ওরা এখনও চ্যাংড়া মানুষ, তারপর বড়খোকার শরীরও ভাল না । ওর বুদ্ধি আছে, দরদও আছে, আবার কর্মশক্তি কম নয়, তবে বড়বৌয়ের মতো একটু রাশভারী । মানুষ প্রথমে ঠাওর পায় না, যত মেশে তত দেখে, অন্তরে মধুভরা । ওর শরীরটার জন্য ভাবনা হয় !........ মণিরও লোক একগাট্টা ক'রে নিয়ে চলার ক্ষমতা আছে । 'তারা'
যাবার পর থিয়েটার, গানবাজনা জিইয়ে রাখিছে কিন্ত ও--ই । ওর নিজের যেমন নেশা আছে, আবার কতকগুলিকে তৈয়েরীও করিছে বেশ ।
অনুশীলন করে খুব, ঐ নিয়ে লাগেই আছে । রীতি-মতো একটা atmosphere (আবহাওয়া) create (সৃষ্টি) ক'রে ফেলিছে । পাঁচজনের সঙ্গে হ্রদ্য সহযোগিতায় একটা কাজও যে নিখুঁতভাবে করতে পারে --- দিনের পর দিন ঝড়ঝাপটা-বাদল অগ্রাহ্য ক'রে ক্রমাগতি বজায় রেখে, তার মধ্যে অনেকখানি সম্ভাবতাই কল্পনা করা যায় ।..... পাগলুটারও আমার উপর খুব নেশা আছে।
এরা সব সুস্থ সুদীর্ঘ জীবন পায়, তা'হলে অনেক কিছু করতে পারবে ।
(আলোচনা প্রসঙ্গে ৩য়, ৭।১।১৯৪২)
Post a Comment