Ads (728x90)

SRI SRI THAKUR VIDEO

Like this page

Recent Posts

World time

Add as a follower to automatically get updated Article. Jaiguru!

বীরেনদা (ভট্টাচার্য্য) --- স্থানীয় মন্দির ও শ্রীমন্দির সম্বন্ধে প্রশ্ন করলেন ।

শ্রীশ্রীঠাকুর --- সব মন্দিরই শ্রীমন্দির । জায়গায় জায়গায় মন্দির বা সৎসঙ্গ বিহার ঠিক করা ভাল, যাতে লোকে সেখানে meet(সাক্ষাৎ) করতে পারে । সেখান থেকে সবভাবে infuse (উদ্বুদ্ধ) করতে পারে । ধর্ম কী, কৃষ্টি কী, সদাচার কী, বিবাহের নীতি কী, যোগ্যতার অনুশীলন কিভাবে করতে হয়, সেবানুচর্য্যার ভিতর দিয়ে সবাই পারস্পরিকভাবে সম্বন্ধাম্বিত হয় কিভাবে ইত্যাদি কথা সেখান থেকে চারাতে হবে । মানুষকে practically educated (বাস্তবভাবে শিক্ষিত) ক'রে তুলতে হবে । তাছাড়া মানুষের জন্য যতখানি করা যায় তাও বাস্তবভাবে করতে হবে মন্দিরগুলিকে কেন্দ্র ক'রে । মন্দির থাকলে ঋত্বিক থাকবে, কর্মী থাকবে, dispensary (চিকিৎসাকেন্দ্র), হাসপাতাল, গবেষণাগার, তপোবনের শাখা ইত্যাদি থাকবে । হয়তো ঐ মন্দির-গুলিই এক একটা university (বিশ্ববিদ্যালয়) বা সর্ব্বতোমূখি শিক্ষাকেন্দ্র হ'য়ে উঠতে পারে ।



প্রত্যেক সৎসঙ্গীর কাছ থেকে যদি মাসে আট আনা, একটাকা নিয়ে একটা fund (তহবিল) করতে পার এবং সেই টাকাটা এমনভাবে কাজে লাগাতে পার,যাতে কোন সৎসঙ্গী পড়তে না পারে, তাহ'লে ভাল হয় । কিন্তু এর একটা দোষ আছে । অনেকে আছে টাকা নেওয়ার তালে থাকে, কিছু করে না । এইভাবে যোগ্যতা নষ্ট করে । বহূ মানুষ আছে, টাকা পেলে আর দিতে চায় না বা কিছুই করতে চায় না ।

( আলোচনা প্রসঙ্গে, ২১তম খন্ড)

Post a Comment