Ads (728x90)

SRI SRI THAKUR VIDEO

Like this page

Recent Posts

World time

Add as a follower to automatically get updated Article. Jaiguru!

কোন সুনীতি কাউকে জোর করে মানতে বাধ্য করানো যায় না । একটি ছেলেকে বিয়ে করার আগে ঠাকুরের দীক্ষা নিয়ে ঠাকুরের শিক্ষার স্বাস্থ্যসদাচার বিবাহ ও সুপ্রজননবিধি জেনে নিয়ে বিয়ে করতে বলেছিলাম । তথাকথিত শিক্ষিত যুবক আমার কথার গুরুত্ব না দিয়ে প্রবৃত্তিপরায়ণ বাবা মায়ের পছন্দ করা এক মেয়েকে লোকলৌকিতার পরাকাষ্ঠা দেখাতে ঘটা করে বিয়ে করে । বিয়ের পর তিন মাস না যেতে যেতেই স্ত্রীর অনেক দুরারোগ্য ব্যাধি ধরা পড়ে । ওই ব্যাধি নিয়েই স্ত্রী গর্ভ ধারণ করেছে । গোড়া কেটে আগায় জল ঢালা পরিবার পরিজন সবাই এখন দুশ্চিন্তায় ভুগছে ।
ঠাকুরের নীতিতে এই সব মানুষদের বলে অপ্রকৃতস্থ । * * *




"প্রবৃত্তির অধীন যেখানে যে যতটুকু অপ্রকৃতস্থও সেখানে সে ততটুকু তেমনি । আবার এই অসঙ্গতি সে নিজে কিন্তু ধরতে পারে না যারা সদগুরু গ্রহণ করে খানিকটা সেই পথে চলবার চেষ্টা করে তারা নিজের ভুল কিছু কিছু ধরতে পারে ।" (আঃ প্রঃ ২য় খন্ড থেকে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের বাণী )

Post a Comment