Ads (728x90)

SRI SRI THAKUR VIDEO

Like this page

Recent Posts

World time

Add as a follower to automatically get updated Article. Jaiguru!

প্রেম বা ভালবাসা চায়
তাহার প্রেমাস্পদকে
নিজের যা’-কিছু-সব নিঙরাইয়া
জীবন, যশ ও বৃদ্ধিতে প্রতিষ্ঠা করিতে ;
প্রেমাস্পদই তাহার পরম স্বার্থ,
সে চায় না তাহা
যাহা নাকি তাহার প্রিয়কে স্বার্থমণ্ডিত না করে
সে তাহার জগৎ খুঁজিয়া যাহাই পায়---
জীবন, যশ ও বৃদ্ধির অনুকূল---
তাহাই আনিয়া
তাহার প্রেমাস্পদকে সাজাইয়া
নিজেকে স্বার্থক বিবেচনা করে,---
আর, ইহাতেই তাহার পুষ্টি, তৃপ্তি ও মুক্তি;---
সে স্বাধীন হইতে চায় না তাঁহাকে বাদ দিয়া,
প্রিয়ের অধীনতাই
প্রিয়ের সেবাই
তাহার ধর্ম্ম,-অর্থ,-কাম ও মোক্ষ;---
এমন করিয়া
প্রেম তাহার প্রিয়কে
বোধে, জ্ঞানে, কর্মে, জীবনে ও ঐশ্বর্য্যে
প্রতুল করিয়া তুলিয়া
অজ্ঞাতসারে নিজেও প্রতুলে প্রতিষ্ঠিত হয়---
তাই, প্রেম এত নিষ্পাপ,
প্রেম এতই মহান।৪৮।



 (চলার সাথী)

Post a Comment