Ads (728x90)

SRI SRI THAKUR VIDEO

Like this page

Recent Posts

World time

Add as a follower to automatically get updated Article. Jaiguru!

২৬শে চৈত্র, শনিবার
শ্রীশ্রীঠাকুর বললেন,  দক্ষিনেশ্বরে একবার গেছলাম এবং হুগলিতে এদের (জ্ঞানানন্দ সম্প্রদায়ের) মঠেও গেছলাম । দু'টো
জায়গায়ই বেশ ভাল লাগল । এখনও মহাপুরুষদের  holy influence বেশ কাঁচা, তাজা আছে, তাই ভাল লাগল । কিন্তু কালক্রমে হ্রাস হ'য়ে আসে ---- follower- রা ঠিক-ঠিক তাঁদের অনুসরণ করলে অনেকদিন ওটা ঠিক রাখতে পারে । কিন্তু যত দিন যায়, ঠিক অনুসরণ হ'তে মানুষ তত বিচ্যুত হয় । শেষে নিজের-নিজের মনের মত ক'রে ঐ idea-কে
বদলে ফেলে । দেখুন, চৈতন্য, বুদ্ধ, শঙ্করকে আর ঠিক-ঠিক কেহ অনুসরণ ক'রে না । নিজের মতন চৈতন্য, বুদ্ধ, শঙ্কর গ'ড়ে নিয়েছে । তাই একই idea নিয়ে এত দলাদলি । রামকৃষ্ণ, জ্ঞানানন্দ-সম্বন্ধেও কালে ঐরূপ হবে--- তার সূত্রপাত হয়েছে এখন হ'তেই ।।


(লেখক--- অশ্বিনীকুমার বিশ্বাস/ অমিয়বাণী)

Post a Comment