Ads (728x90)

SRI SRI THAKUR VIDEO

Like this page

Recent Posts

World time

Add as a follower to automatically get updated Article. Jaiguru!

নারী ও ভৃত্যদের প্রতি সম্মান ও অগ্রাধিকার

মনুসংহিতার তৃতীয় অধ্যায় এর একশত চৌদ্দ তম শ্লোকে মহর্ষি মনু বলেছেন সুবাসিনী অর্থাত্‍ নববিবাহিতা বধু,পুত্রবধু ও কন্যা,বালক,রোগী ও গর্ভবতী নারী ও ভৃত্য;এদেরকে কোনরকম বিচার না করেই এমনকি ঘরে যদি অতিথিও থেকে থাকে তারপরও সর্বাগ্রে ভোজন করাতে হবে।কেননা বিলম্ব তাদের পুষ্টির এবং যত্নের ব্যঘাত ঘটাতে পারে।

পরবর্তী শ্লোকে মনু বলেছেন-
অদত্ত্বা তু য এতেভ্য পূর্বং ভুঙক্তেহবিচক্ষণঃ।
স ভূন্জানো ন জানাতি শ্বগৃধ্রৈর্জগ্ধিমাত্মন।।

মনুসংহিতা ৩.১১৫

অনুবাদ-কোন ব্যক্তির এই সকল ব্যক্তিকে ভোজন না করিয়ে নিজেই ভোজন করা মৃত্যুর পর শরীর কুকুর-শকুনদের দ্বারা ছিঁড়ে খাওয়ার মতই দুঃখজনক।

পরবর্তী শ্লোকে বলা হয়েছে যে অতিথি,কন্যা,নববধু ও ভৃত্যদের আহারের পর আহার্য অন্নের যা অবশিষ্ট থাকবে গৃহস্থ দম্পতি সকলের শেষে সেই অন্নই ভোজন করবেন।

এজন্যই বৈদিক সমাজ ব্যবস্থা পৃথিবীর সবচেয়ে মানবিক সমাজব্যবস্থা আর এর অংশ হতে পেরে সেই পরম দয়ালু ঈশ্বরকে জানাই প্রনাম।


Collected.....

Post a Comment