Ads (728x90)

SRI SRI THAKUR VIDEO

Like this page

Recent Posts

World time

Add as a follower to automatically get updated Article. Jaiguru!

জাকির নায়েক এবং তার কপিপেস্ট ভক্তরা(ধর্মগাধারা) দাবী করে থাকেন যে মুহম্মদ ই হল হিন্দুদের সর্বশেষ অবতার কল্কি যার কথা কল্কিপুরানে বলা হয়েছে।
আসলেই মুহম্মদ কি কল্কি পুরান এর কল্কি অবতার?এ নিয়ে ইসলামিক অপপ্রচার আর প্রকৃত সত্যের তফাত টা নিজেরাই দেখে নেই-

পর্যবেক্ষন ১
কল্কি পুরান এ বলা আছে কল্কি অবতার এর পিতা ও মাতা উভয়েই সময় জীবিত ছিল অথচ মুহম্মদ এর পিতা তার জন্মের আগেই মৃত্যুবরন করেন। (কল্কি পুরান ১.২.১৫)

পর্যবেক্ষন ২
[জাকির নায়েকের দাবী-
কল্কি পুরান এ বলা আছে যে
তিনি জন্ম নিবেন একটি মাসের ১২ তারিখে।মোহাম্মাদ (সঃ) ১২ ই রবিউল আউয়াল মাসের ১২তারিখে জন্ম গ্রহন করেছিলেন]
এই দাবীটা সম্পুর্ন ভিত্তিহীন।কল্কি পুরানেই দেখে নেই তার জন্মতারিখ

द्वादश्यां शुक्ल-पक्षस्य माधवे मासि माधवम्।
जातं ददृशतुः पुत्रं पितरौ हृष्ट-मानसौ।। (1:2:15 Kalki Purna)

অর্থাত্‍ মধ্ব(সংস্কৃত চৈত্র মাসের) শুক্লপক্ষের দ্বাদশ তারিখ তিনি জন্ম নেবেন যা ইংরেজী ফেব্রুয়ারী মাসের সমান্তরাল।
অপরদিকে রবিউল আউয়াল এর ১২ তারিখ ইংরেজী ক্যালেন্ডার এর ২০ ই এপ্রিল ছিল যেদিন মুহম্মদ জন্মগ্রহন করেন বলে মুসলমানদের বিশ্বাস।

পর্যবেক্ষন ৩
[জাকির নায়েকের দাবী-
আর বলা আছে তার বাবার হবে বিষ্ণুইয়াসি যার অর্থ সৃষ্টিকর্তার গোলাম। আব্দুল্লাহ শব্দের অর্থ ও সৃষ্টিকর্তার গোলাম।]
আসলে নামটা হবে বিষ্ণুযশ যার অর্থ "ঈশ্বরের গর্ব",সৃষ্টিকর্তার গোলাম নয়।

পর্যবেক্ষন ৪
[জাকির নায়েকের দাবী-
সুমতিঃ “সু” অর্থ শান্ত এবং “মতি” অর্থ আত্মা বা হৃদয়। অর্থাৎ “সুমতি” শব্দের অর্থ পরিতুষ্ট আত্মা। আরবীতে “আমিনা” শব্দের অর্থও শান্ত বা পরিতুষ্ট আত্মা। (আমিনা নবী হযরত মুহাম্মদের মাতার নাম)]
সুমতি অর্থ আত্মা তা এই প্রথমশুনলাম।হাহাহা।আর এই ক্ষেত্রেও গতপর্বের উদাহরন প্রযোজ্য।বিসমিল্লাহির রাহমানির রাহিম আর দয়ানন্দ নমো নমোঃ এর অর্থ যেহেতু এক তাহলে কোরান কি মহর্ষি দয়ানন্দ সরস্বতীর নাম ভবিষ্যত্‍বানী করছে?একভাষার সাথে অন্যভাষার শব্দের অর্থ মিলিয়ে ব্যক্তিমিল খোঁজাটা খুব ই হাস্যকর।নিতান্ত মূর্খ না হলে এমনটা কেউ করেনা।

পর্যবেক্ষন ৫
[জাকির নায়েকের দাবী-
এবার আসুন সংস্কৃত “শম্ভুল” শব্দ কি বুঝানো হয়েছে?
ভারতের বৈদিক যুগের পন্ডিতরা পৃথিবীর স্থলভাগকে সাতটি অঞ্চলে ভাগ করেছিলেন।
১.জম্বুঃ ভারত, তিব্বত ও চীন অঞ্চল
২.শাকঃ পারস্য ও ইরাক অঞ্চল
৩.কুশঃ আফ্রিকা অঞ্চল
৪.ক্রৌঞ্চঃ ইউনান বা গ্রীস
৫.প্লক্ষ
৬.পুষ্করঃ স্পেন ও ইতালী অঞ্চল
৭.শম্ভুলঃ আরব অঞ্চল]
এই তথ্যটি জাকির কোথা থেকে পেলেন তা জানিনা।তবে শম্ভুল কোন অঞ্চল নয় বরং কল্কির জন্ম নেয়া গ্রামের নাম।
আর এই গ্রামটি আরব এ নয় বরং যমুনা ও গঙ্গার মাঝামাঝি অবস্থিত।
(কল্কি পুরান ৩.৩৯.১)

পর্যবেক্ষন ৬
[জাকির নায়েকের দাবী
সাধারণত সব হিন্দু বিশ্লেষক রা মানেন যে বেদে মোহাম্মাদ (সঃ) এর কথা বলা হয়েছে। কিন্ত সাধারন হিন্দুরা কেন জানি মানতে চায় না জানি না।]
আরেকটা বড় মিথ্যা।কোন হিন্দু গ্রন্থবিশারদ ই এটা বলেননি।

পর্যবেক্ষন ৭
কল্কি পুরান এর তৃতীয় অধ্যয় এর ৪৩নং শ্লোক এ লেখা হয়েছে তাকে তার গুরু রামদেব বেদ শেখাবেন।এখন কথা হল মুহম্মদ কি বেদ শিখেছিলেন?

পর্যবেক্ষন ৮
ব্রহ্মান্ড পুরান(১/২/৩১/৭৬-১০৬),বায়ু পুরান(৫৮/৭৫-১১০) হতে জানা যায় যে কল্কি পৃথিবীর প্রত্যেকটি প্রান্তে যাবেন এবং সেখানকার খারাপ লোকদের হত্যা করবেন,এতে আর খুব কম লোক ই অবশিষ্ট থাকবে এবং তাদের মাধ্যমে আবার সত্যযুগ শুরু হবে।কল্কির চিন-দক্ষিন কোরিয়ে এলাকায় যুদ্ধের কথা কল্কি পুরানে স্পষ্ট ভবিষ্যত্‍বানী করা আছে।এগুলো কি মুহম্মদ এর সাথে মেলে?

পর্যবেক্ষন ৯
কল্কি পুরান ৩.৪৬ এ দেয়া হয়েছে কল্কি এবং তার স্ত্রী নিরামিষভোজী ছিলেন।মুহম্মদ ও তার স্ত্রী ছিলেন কি?

পর্যবেক্ষন ১০
কল্কি পুরান মতে কল্কি এর স্ত্রী একজন এবং তিনি"সিংহল" এর অধিবাসী যা একটি সমুদ্রবেষ্টিত দ্বীপ।(কল্কিপুরান ১.৩.৯)।অপরদিকে
মুহম্মদ ১১টি বিয়ে করেছিলেন এবং তাদের সবাই আরব এর অধিবাসী ছিলেন।

তাই এসব অপপ্রচার এর বিরুদ্ধে সজাগ থাকুন।


Collected

Post a Comment

  1. ডঃ জাকির নায়েকের সাথে শ্রী শ্রী রবিশঙ্কার জির এই ডিবেট টি (বাংলা) যদি ধৈর্য সহকারে দেখতে পারেন আশা করি অনেক প্রশ্নের উত্তর পাবেন।
    https://www.youtube.com/watch?v=DQeESvtvt5s&feature=player_detailpage

    ReplyDelete