Ads (728x90)

SRI SRI THAKUR VIDEO

Like this page

Recent Posts

World time

Add as a follower to automatically get updated Article. Jaiguru!

যৌতুক প্রথা?হিন্দুধর্ম ই একমাত্র ধর্ম যা সরাসরি যৌতুক এর বিরুদ্ধে বলেছে।একমাত্র বৈদিক শাস্ত্র ই নারীদেরকে পুরুষের সমান আসনে অধিষ্ঠিত করেছে।বিবাহের সময় কন্যার পিতা বরপক্ষকে নয় বরং বরপক্ষ ই সম্মানপূর্ব কন্যাকে ধন দ্বারা আদৃত করবেন।

মনুসংহিতা ৩.৫৪

যাসাং নাদদতে শুলকং জ্ঞাতয়ো ন স বিক্রয়ঃ।
অর্হণং তত্‍ কুমারীণামানৃশংস্যঞ্চ কেবলম্।।

কন্যার পিতা প্রভৃতি আত্মীয়সজন যেখানে কন্যাকে বরপক্ষপ্রদত্ত ধন গ্রহন করে না,সেখানে অপত্ত ত্যগ হয় না।কন্যাকে সম্মানপ্রদানপূর্বক বরপক্ষকে কন্যার পিতার
নিকট এই ধন প্রদান করতে হয়।

মনুসংহিতা ৩.৫৫
পিতৃভির্ভ্রাতৃভিশ্চৈতাঃ পতিভির্দেবরৈস্তথা।
পূজ্যা ভূষয়িতব্যশ্চ বহুকল্যাণমীপ্সুভিঃ।।

তবে বিবাহকালে বরই শুধু কন্যাপক্ষকে কন্যার প্রতি সম্মানপূর্বক ধন দেবেন এমন নয়।বিবাহোত্তর কালে কন্যার পিতা,ভ্রাতা ইত্যাদি যদি কন্যার সুখের জন্য কিছু দান করতে অভিলাষী হন,সেক্ষেত্রে বর কনেকে নিমন্ত্রনপূর্বক ভোজনাদি বা কন্যাকে বস্ত্রালঙ্কারাদি দ্বারা ভূষিত করবে।

মনুসংহিতা ৩.৫৬

যত্র নার্য্যস্ত পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাঃ
যত্রৈতান্ত ন পূজ্যন্তে সর্বাস্তত্রাফলাঃ ক্রিয়াঃ।।

অনুবাদ-যে বংশে বা পরিবারে স্ত্রীলোকরা সমাদর প্রাপ্ত হন সেখানে সকল শ্রী ও কল্যান উপস্থিত থাকে।আর যে বংশে বা পরিবারে স্ত্রীলোকদের সমাদর নেই,সেখানে যজ্ঞ,হোম,আরাধনা সমস্ত ক্রিয়াই নিস্ফল হয়।

এজন্যই বৈদিক ধর্মের অনুসারী হিসেবে আমরা গর্বিত।

Post a Comment

  1. Beautiful posting and educative too. Its my great pleasure to come to this blog. Thanks very for the various thoughtful postings. If you find time go to my blogs http://thakuranukulchandra.blogspot.com and http://mrinalkantipal.blogspot.com
    Jai Guru
    His Obedient Servant
    Mrinal

    ReplyDelete