Ads (728x90)

SRI SRI THAKUR VIDEO

Like this page

Recent Posts

World time

Add as a follower to automatically get updated Article. Jaiguru!

একজন ভ্রুনহত্যাকারী বা গর্ভপাতকারীকে সংস্কৃত ভাষায় 'ভ্রুনাঘ্নি' বলা হয়।ভ্রুনহত্যা বৈদিকধর্মে খুন করার চেয়েও জঘন্য অপরাধ হিসেবে গৃহীত।একজন ভ্রুনাঘ্নি সম্পর্কে পবিত্র অথর্ববেদ এ বলা হয়েছে-

অথর্ববেদ ৬.১১২.৩
"সকল সম্পর্ক ছিন্ন কর সেই খুনীদের সাথে,যত কাছের ই হোক না কেন সে,কেননা তারা সম্পর্ক রাখার মত যোগ্য ই নয়,তাদেরকে বিচ্ছিন্ন কর,সুখমাত্রও তাদের কাছ থেকে উবে যাবে;ভ্রুনহত্যাকারীদের (গর্ভপাতকারীদের( কাছ থেকে।

অথর্ববেদ ৬.১১৩.২
হে মনুষ্য,তারা ঘন কুয়াশাময়,অভেদ্য দুর্দশায় পতিত হয়,সুখের প্রত্যেকটি বিন্দু পর্যন্ত তাদের জীবন থেকে উধাও হয়ে যায়;ভ্রুনহত্যাকারীদের (গর্ভপাতকারীদের) জীবন থেকে।"

এছাড়া ঋগবেদ ৭.৩৬.৯ এ গর্ভে অবস্থানকারী সন্তানের নিরাপত্তা বিধানের কথা বলা হয়েছে।

স্মৃতিশাস্ত্রসমূহের কিছু উদাহরন দেখে নেয়া যাক-
"একটি ভ্রুনহত্যার জন্য যে পরিমান পাপ হয় তা একজন মানুষ হত্যার পাপের চেয়ে দ্বিগুন,এ পাপের জন্য কোন শাস্তিই যেন যথেষ্ট নয়।"
(পরাশর স্মৃতি ৪.২০)

"এখন ঘোষনা করছি সেই কর্মগুলো যার কারনে মনুষ্যগুন ও বর্নের পতন ঘটে;হত্যা,চৌর্যবৃত্তি, আত্মহত্যা,ভ্রুনহত্যা,বেদ এর অমান্যতা,ব্যভিচার,নিকট সম্পর্কীয়ের সাথে সংগম(Incest) ও সুরাপান।(Apastamba Prasna I, Patala 7, Khanda 21, 7-8)

বৈদিক জীবনবিধি মেনে চলুন,আলোকিত ধরনী গড়ুন।

Post a Comment