Ads (728x90)

SRI SRI THAKUR VIDEO

Like this page

Recent Posts

World time

Add as a follower to automatically get updated Article. Jaiguru!

প্রশ্নঃ ঠাকুর! ট্রেনে ঘুমিয়ে পড়েছিলাম, আমার সব-কিছু চুরি করে নিয়ে গেছে।

পরম দয়াল শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্র


শ্রীশ্রীঠাকুর: আপনাদের কোন শৈথিল্য থাকে, কোন ঢিলেমী থাকে, তা আমার সহ্য হয় না। তাই, কারও কোন জিনিস খোয়া গেলে বা চুরি হলে সে যখন এসে হা-হুতাস করে, তখন আমার কাছে insulting মনে হয়। আমি ভাবি, সে এমন অসাবধান হবে কেন, যাতে তার জিনিস খোয়া যাবে বা চুরি যাবে? জিনিসের দামের থেকে চরিত্রের দাম অনেক বেশী। চরিত্রের যে গলদের দরুন মানুষের ভুল হয়, জিনিসপত্র নষ্ট হয়, তা কখনও উপেক্ষণীয় নয়। অভ্যাস এমন একটা জিনিস যার পুনরাবৃত্তি হতে থাকে অজ্ঞাতে, অসাড়ে। তাই, কারও কোন বদভ্যাস দেখলে আমার বড় দুর্ভাবনা হয়। ভাবি, এখনই যদি তার প্রতিকার না করা যায়, তাহলে পরিণামে তা তার ও অন্যের জীবনে কতখানি দুঃখ ডেকে আনবে তার ঠিক কি? তাই আপনারা যাকে সামান্য-সামান্য ব্যাপার মনে করেন, আমি তাকে সামান্য ব্যাপার বলে মনে করে নিশ্চিন্ত থাকতে পারি না। দেখতে পাই, ওর পিছনে কত বড় ক্ষতিকর গলদ লুকিয়ে আছে। তাই পই-পই করে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিই আপনাদের ছাড়ি না মোটেই।  যারা আমার কাছে তোয়াজ চায়, তোয়াজ না পেলে চ’টে যায়, তাদের মানুষ করা মুশকিল। আমার শাসনে যারা ক্ষুব্ধ না হয়ে উৎফুল্ল হয়ে আত্মসংশোধনে বদ্ধপরিকর হয়, তাদের জানবেন খুব শুভ লক্ষণ।


সম্পাদনায়:
পরিচালক, শ্রেয় অন্বেষা
শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রে'র জীবন ও কর্ম ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান

Post a Comment