Ads (728x90)

SRI SRI THAKUR VIDEO

Like this page

Recent Posts

World time

Add as a follower to automatically get updated Article. Jaiguru!

প্রশ্নঃ আমার নানাবিধ সমস্যা আপনাকে বারবার বলছি, কিন্তু আপনার কথা আমি বুঝতে পারছি না।


পরম দয়াল শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্র


শ্রীশ্রীঠাকুর: আমার মনে হয়, আমার কথাগুলি তোমার মাথায় ধরেনি। আমি যা বলেছি তা তুমি করবে না, এবং suffer (ভুগবে) করবে। আবার বলি, নামধ্যান ঠিকমত কর, কাউকে ফাঁকি দিও না। ভাল ব্যবহার কর। যাতে মানুষের তোমার প্রতি শ্রদ্ধা হয়, তেমন করে চল। তাহলে পেরে যাবে। মানুষ নীচে পড়ার সময় তাড়াতাড়ি পড়ে, উঠতে দেরী লাগে। মানুষের দুর্দশা যে তৎক্ষণাৎ দুর হয়, তা তো না। স্বভাব না বদলালে, কেউ টাকা দিলে, কিংবা কিছু করলে তাতে দুর্দশা ঘোচে না। চলন-চরিত্র ঠিক করলে ধীরে ধীরে অবস্থারও পরিবর্তন হয়। চল, কর, তবে তো হবে? গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন - “সর্ব্বারম্ভপরিত্যাগী যো মদ্ভক্তঃ স মে প্রিয়।” যথেচ্ছ-প্রণোদিত কর্মে ঝোঁক ও সম্বেগকে উপেক্ষা করে যে আমাকে ভজনা করে সেই আমার প্রিয়। সাধারণত মানুষ প্রবৃত্তির খেয়ালে চলে। ভক্তি হলেই ঐ অভ্যাস যেতে পারে। কবির ভাষায় -
সম্মুখের বাণী নিক তোরে টানি
পশ্চাতের কোলাহল হতে
অতল আঁধারে অকূল আলোতে।


পরম দয়াল শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্র


নিখিল ঘোষদা অতি দ্রুতভাবে বইয়ের পাতা উল্টাচ্ছিলেন। ঠাকুর লক্ষ্য করলেন এবং  বললেন - ‘ওরকম করে পাতা ওলটাসনে। মা-বাবার পায়ে যেমন করে হাত দিস, বইয়ের পাতায় তেমনি করে হাত দিতে হয়।’

সম্পাদনায়:
পরিচালক, শ্রেয় অন্বেষা
শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রে'র জীবন ও কর্ম ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান

Post a Comment