Ads (728x90)

SRI SRI THAKUR VIDEO

Like this page

Recent Posts

World time

Add as a follower to automatically get updated Article. Jaiguru!

শ্রীশ্রীঠাকুর - ইষ্টের জন্য হাসিমুখে খুশি মনে কে কতখানি কষ্ট সইতে পারে; কতখানি প্রবৃত্তির ও উত্তেজনা এড়িয়ে চলতে পারে; কতখানি খেয়ালখুশী বির্সজন দিতে পারে; তাঁকে দিতে, তাঁর জন্য করতে কার কেমন ভাল লাগে; তাঁর সন্তষ্টির জন্য আত্মনিয়ন্ত্রণ কে কতটুকু করতে পারে; অহঙ্কার, অভিমান, স্বার্থ, দ্বেষ, হিংসা ও বৈরীভাব কতটা ত্যাগ করতে পারে - সেইটে দেখতে হবে। আমি যদি তোমাকে অত্যন্ত অনাদার করি এবং ঠিক সেই একই সময়ে তুমি যার প্রতি বিরূপ এমনতর কাউকে যদি খুব সমাদার করি, দিই-থুই, এবং তাতে যদি তোমার মনে এতটুকু ঈর্ষ‍্যার সঞ্চার না-হ'য়ে আনন্দের সঞ্চার হয়, তাহ'লে বোঝা যাবে, তোমার অন্তরে অনুরাগের জাগরণ হয়েছে। আবার, তুমি যদি আমাকে ভালোবাস, এবং কাউকে যদি দেখ-তোমার প্রতি বন্ধুভাবাপন্ন অথচ আমার প্রতি বিরূপ তাহ'লে কিন্ত তার লাখ বন্ধুত্বও তোমার কাছে প্রীতিকর লাগবে না।



দক্ষিণাদা(সেনগুপ্ত) - মানুষকে তাড়াতাড়ি ইষ্টের বিষয়ে interested(অন্তরাসী) করবার উপায় কী?
শ্রীশ্রীঠাকুর - আপনার প্রতি যদি interested(অন্তরাসী) না হয়, তাহ'লে কিন্ত আপনার ইষ্টের প্রতি interested(অন্তরাসী) হবে না। ইষ্টের প্রতি আপনার interest(অন্তরাস) যদি আপনাকে পরিবেশের প্রতি interested(অন্তরাসী) করে তোলে, এবং ইষ্ট-বিধৃত ঐ interested (অন্তরাস) যদি exposition - এ (অভিব্যক্তিতে) glow ক'রে (উদ্ভাসিত হ'য়ে) একটা magnetic pull(আকর্ষণী টান)- এর সৃষ্টি করে, তবে সবাই সহজে আকৃষ্ট হয়। ঐ ভাবটাকে স্বাভাবিক ক'রে নিতে হয়‌। তখন একটা জায়গা দিয়ে হেঁটে গেলেও মানুষ মুগ্ধ হ'য়ে চেয়ে থাকবে আপনার দিকে। আপনার যাবতীয় যা-কিছুই মানুষকে সাত্ত্বিক তোষণ, পোষণ যোগাবে, শুধু মানুষকে কেন-জীবজন্ত ,গাছপালাকে পর্য্যন্ত।

আলোচনা প্রসঙ্গে-৫ম খন্ড। ৫/৪/১৯৪৩ সোমবার পৃঃ-২০,২১

Post a Comment