Ads (728x90)

SRI SRI THAKUR VIDEO

Like this page

Recent Posts

World time

Add as a follower to automatically get updated Article. Jaiguru!

কথাপ্রসঙ্গে শ্রীশ্রীঠাকুর বললেন, মুসলমানদের মেলা সম্প্রদায় থাকা সত্ত্বেও সবাই একমত যে আল্লাহ এক এবং রসুল তাঁর প্রেরিত। মুসলমান সম্প্রদায়টাকে ধরে রেখেছে অনুলোম-মুসলমানরা। আমাদের মধ্যে পরস্পরবিরোধী বহু সম্প্রদায় আছে, কেউ হয়ত কেষ্ট ঠাকুরকে গালাগালি দিচ্ছে। শাক্ত,শৈব,বৈষ্ণব কেউ কাউকে দেখতে পারে না। আপনাদের পঞ্চবর্হির ভিওির উপর সব দাঁড় করাতে পারলে সব ঠিক হয়ে যায়।

কেষ্টদা পঞ্চবর্হি আবৃওি করলেন।



চপলাবাবু বর্ণাশ্রম ও যুগপুরুষোওমকে ধরা--এই দুটো সম্বন্ধেই গোলমাল বাধবে।

শ্রীশ্রীঠাকুর--একবার করায়ে ফেলতে পারলে হয়।অনেকদিন এ সবের ধারে ধারি না।মনে রাখবেন, বাদ ওঠে তখনই যখন আদর্শকে বাদ দেয়।  
(আঃপ্রঃ-২২)

★★আর্য্য হিন্দুর শাশ্বত বিধান পঞ্চবর্হি★★
১} এক--অদ্বিতীয়ের শরণ লইতেছি।
২} পূর্ব্বপূরণকারী প্রবুদ্ধ ঋষিগনের শরণ লইতেছি।
৩} তাঁহাদের পথ অনুসরণকারী পিতৃপুরুষগনের শরণ লইতেছি।
৪} অস্তিত্বের গুনপরিপোষক বর্ণাশ্রমের শরণ লইতেছি।
৫} পূর্ব্বপূরণকারী বর্ত্তমান পুরুষোত্তমের শরণ লইতেছি। ইহাই আর্য্যপথ--ইহাই সদ্ধর্ম, আর ইহাই চিরন্তন শরণযোগ্য।
(হিন্দুমাত্রেরই এই পঞ্চবর্হি স্বীকার্য্য , গ্রহণীয় , অনুসরণীয় এবং পালনীয়--- তবেই সে হিন্দু, হিন্দুর হিন্দুত্বের সর্বজন-গ্রহণীয়--মূল শরণমন্ত্র ইহাই।)

Post a Comment