Ads (728x90)

SRI SRI THAKUR VIDEO

Like this page

Recent Posts

World time

Add as a follower to automatically get updated Article. Jaiguru!


যা'রা নিজের রক্তকে অবজ্ঞা করে,
অস্বীকার করে,
পূর্ব্বপুরুষকে অস্বীকার করে,
গোএ,উৎস ও আদর্শ পুরুষদিগকে
অস্বীকার করে,---
তা'রা যে মতবাদ বা ধর্ম্মই
গ্রহণ করুক না কেন--
তা'রা বিশ্বাসঘাতক তো বটেই,--
গণদ্রোহী,ঈশ্বর-বিদ্রোহী,
তা'রা ঈশ্বরের উপাসনা করে
কৃতঘ্ন নৈবেদ্যই---
উৎক্রমণী নীতিবিধিকে
অবজ্ঞা ও অস্বীকার ক'রে।।   (শ্রীশ্রীঠাকুর)

শ্রীশ্রীঠাকুরের আশ্রিত স্থানীয় একজন প্রবৃত্তি-তাড়িত হয়ে স্বধর্ম ও কৃষ্টি ত্যাগ করে ধর্মান্তর গ্রহণ করবে বলে স্থির করেছে। এই সংবাদ পেয়ে তিনি (শ্রীশ্রীঠাকুর) দারুণ মর্মাহত হয়ে পড়েছেন। দুপুরে খেতে গিয়ে ভাতের থালায় হাত দিয়ে উঠে এসেছেন, খেতে পারেননি, ঘুমুতেও পারেননি। লোকটিকে ডাকিয়ে তার সঙ্গে নিরালায় কথাবার্তা বলছেন, বোঝাচ্ছেন—পূরয়মান ইষ্ট, কৃষ্টি, বৈশিষ্ট্য ও পিতৃপুরুষকে অস্বীকার করে যে ধর্মান্তর-গ্রহণ তা’ কতখানি সত্তাসম্বর্দ্ধনার অর্থাৎ ধর্মের বিরোধী। কারণ, ঐভাবে যাঁকে গ্রহণ করা হয়, তার ভিতর তাঁর প্রতি শ্রদ্ধোচ্ছল আগ্রহ তো থাকেই না, বরং ধর্মের নাম ভাঁড়িয়ে নিজের অপকর্মকে সমর্থন করার প্রবৃত্তি-প্রলুব্ধ প্রেরণাই থাকে প্রবল, তা’তে করে তাঁকে এবং প্রতিপ্রত্যেকটি প্রেরিতকেই অবমাননা করা হয়।



লোকটি বুঝেও বুঝছে না, তাই তাঁর মন বড় বিমর্ষ। চোখ-মুখের দিকে চাওয়া যাচ্ছে না।

হায়!অধার্মিক ইহুদি ধর্ম্ম ব্যাখ্যাতাগণ--তোমরা একজনকে স্বধর্ম্ম ত্যাগ করিবার জন্য জল স্থল পরিভ্রমণ কর কিন্তু যখন তাতে কৃতকার্য্য হও, তোমরা তাকে একটি নরকে পরিণত ক'রে তোল; যে কিনা তোমাদের চাইতে দ্বিগুন খারাপ হয়ে উঠবে।

(বাইবেল, মহি ২৩/১৫)

Post a Comment