Ads (728x90)

SRI SRI THAKUR VIDEO

Like this page

Recent Posts

World time

Add as a follower to automatically get updated Article. Jaiguru!

ননীমাঃ যদি ভাল করলে ভাল ফল আর মন্দ করলে মন্দ ফল পাওয়া যায়, তাহলে আর ভগবানের দরকার কী ?

শ্রীশ্রীঠাকুরঃ- Steam ( বাষ্পশক্তি ) যদি না থাকে তাহলে এঞ্জিনের বাবারও সাধ্য নেই যে একা - একা চলে । চলতে হ'লে ঐ steam - এর ( বাষ্পশক্তির ) উপাসনা করাই লাগবে । ভগবান মানেই হ'ল ভজমান । ভজ্ - ধাতুর মধ্যে আছে সেবা, অনুরাগ, অনুশীলন, প্রাপ্তি, বিভাগ, দান, পাক । আর ভজনার মধ্যে ঐগুলি সবই আছে। ভগবানের উপাসনা মানেই সত্তার উপাসনা, যা'তে তুমি ভাল থাক তাই করা। আমরা ভগবানের উপাসনা করি কিন্তু ভগবানের তৃপ্তির জন্য নয়, আমাদের তৃপ্তির জন্য । তাই, ধর্ম্ম ক'রে আমাদের লাভ হয় ঐ আত্মপ্রসাদ ।



( দীপরক্ষী / চতুর্থ খন্ড )  ইং ৭/১০ / ১৯৫৮

Post a Comment