Ads (728x90)

SRI SRI THAKUR VIDEO

Like this page

Recent Posts

World time

Add as a follower to automatically get updated Article. Jaiguru!

ঠাকুরবাড়ি আসা, তাঁর কাছে বারবার আসা--যারা আসতে চায় তাদের সবাইকে নিয়ে আসা, তাঁকে নিয়ে আনন্দ করা-এর মধ্যেই জীবনের সার্থকতা। আমি ঠাকুরের দিকে চলি, তাঁতে যুক্ত হই, তাঁতে যুক্ত হয়ে অনন্তকাল তাঁর সাথে এক হয়ে থাকার অভিসারে নিত্যানন্দে মগ্ন হয়ে ঘুরি--জীবনের সাধনা এই,---তাঁকে পরমপ্রিয় ক'রে পরম আদর করে অন্তরের মধ্যে রেখে দেওয়া। আমার প্রত্যেকটা কোষ যেন বলে--'আমি ঠাকুরের,আমি ঠাকুরের,আমি শুধু ঠাকুরের।'বাছাই করার যখন সময় হয় ঠাকুরকে কিংবা আর কিছুকে,তখন বলি--'আমার কিছু লাগে না,শুধু ঠাকুরের লাগে। 




আমি ঠাকুরকেই চাই।ঠাকুর থাকলে সব থাকে।ঠাকুর না থাকলে সব থেকেও কিছু নেই--আমি অনাথ,কাঙাল।' এই অভিসার, প্রিয়পরমের সাথে এক হওয়া--এই হচ্ছে জীবন-সাধনা। আমরা যারা কর্মী, আমরা এই করি। এই যুক্ত থাকা প্রতি মুহূর্তে,জীবনের প্রতিটি শ্বাসে-প্রশ্বাসে তাঁর হয়ে থাকা;তার জন্যই মানুষ এত নাম-ধ্যান করে,এত পড়াশুনা করে।যা-কিছু করণীয় করে তাঁর সাথে এক হয়ে থাকার জন্য। কারণ-পুরুষ ঠাকুর।সৃষ্টি হচ্ছে তাঁরই একটা লীলা।আমরা সৃষ্টি-তাঁরই লীলার অঙ্গ। স্রষ্টাকে যদি ভুলি,তাহলে আমাদের জীবনের আসল জিনিসটাই শেষ হয়ে যায়।stand (দাঁড়া) বলে কিছু থাকে না।আপনারা কখনও ঠাকুরকে ভুলবেন না,কখনও কাউকে ভুলতেও দেবেন না।

যখন ঠাকুরের হই,তখন আমার কোন প্রশ্ন থাকে না।বাণীর মধ্যে যেমন বলেছেন তেমন হই--- "প্রশ্ন আমার অস্তে যাউক রহুক যক্তি সরে, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ ক'রে।" কোন প্রশ্ন নেই,কোন যক্তি-বুদ্ধির ধার ধারি না।ঠাকুর বলেছেন--করে যাই।এইই সাধনা। যজন,যাজন, ইষ্টভৃতি-এই না করলে দীক্ষা বাঁচে না।।।

Post a Comment