Ads (728x90)

SRI SRI THAKUR VIDEO

Like this page

Recent Posts

World time

Add as a follower to automatically get updated Article. Jaiguru!

কয়েকজন ছাএ এসে ইষ্টভৃতি সম্বন্ধে প্রশ্ন তুললেন।

শ্রীশ্রীঠাকুর--এতে আমরা যা আহরণ করি, আমাদের কর্ম্ম, বাস্তব জীবন, বুদ্ধি, সুকেন্দ্রিক হ'তে থাকে এবং তার ভিতর-দিয়ে এমন একটা শক্তির সমাবেশ সংহত হ'তে থাকে যা বিপদ-আপদের সময় আমাদের রক্ষা করে।জেমসের কথার মধ্যেও এর সমর্থন পাওয়া যায়।গীতায় আছে, যে আমাকে না দিয়ে খায়, সে চৌর্য্যান্ন খায়।



একজন বললেন--যে-কোন মানুষকে যদি দিই তাতেই তো হ'তে পারে।

শ্রীশ্রীঠাকুর--ইষ্টকে দেওয়াতে সুকেন্দ্রিক হয় বেশী।এতে যোগ্যতা বাড়ে সুপ্ত ক্ষমতা জেগে ওঠে।পূরয়মাণ ইষ্টে সক্রিয় আনতি না হ'লে মানুষ প্রবৃওির দাসত্ব থেকে রেহাই পায় না।
#একজন কথাপ্রসঙ্গে জিজ্ঞাসা করলেন--আপনি ইষ্টভৃতির উপর এত জোর দেন, কিন্তু কেউ যদি জেলে আটকা পড়ে এবং সেখানে কোন সুযোগ না পায়, তখন কী করবে?

শ্রীশ্রীঠাকুর--ভাতের গ্রাসটা দেবে, ভাত যদি না পায় তবে জল নিবেদন করবে, জল যদি না পায় তবে সীতা যেমন বালির পিন্ডি দিছিলেন, অগত্যা সেইরকমভাবে বালি বা মাটি দিয়ে ইষ্টভৃতি করবে, তা'ও যদি না পায়, পরমপিতার দান বাতাস তো কেউ কেড়ে নিতে পারবে না, আর সর্ব্বশেষ মানস-উপচারে নিবেদন তো আছেই।সেখানেও চেষ্টা করতে হবে সক্রিয়ভাবে ইষ্টের ইচ্ছা পরিপূরণের ভিতর-দিয়ে যাতে তাঁকে তৃপ্ত ও তুষ্ট করা যায়।

।(আঃপ্রঃ-৪ ও ২০খন্ড)

Post a Comment