Ads (728x90)

SRI SRI THAKUR VIDEO

Like this page

Recent Posts

World time

Add as a follower to automatically get updated Article. Jaiguru!

এক দাদা - ঠাকুর! আমি অন্যের কাছে শুনে ভালো হবে মনে ক'রে এক-একটা কাজে হাত দিই,কিন্ত শেষপর্য্যন্ত কৃতকার্য হ'তে পারি না।
শ্রীশ্রীঠাকুর - ভাল ক'রে না-ভেবেচিন্তে পরের কথা শুনেই কোন কাজে ঝাঁপ দিতে নাই। নিজের সুবিধা,সুযোগ, সম্ভাবনা, রুচি,ক্ষমতা, পরিবার, পরিবেশের অবস্থা, সম্ভাব্য বাধাবিঘ্ন ও তা' প্রতিকারের পথ ইত্যাদি সুসঙ্গত ও সামগ্রিকভাবে ভেবে দেখতে হয়। একপেশে চিন্তার ভিতর-দিয়ে যে সিদ্ধান্ত হয়,প্রায়ই তা'তে ভুল থাকে। আবার, সিদ্ধান্ত ঠিক হ'লেও সেই সিদ্ধান্তকে বাস্তবে সফল ক'রে তোলবার একটা কার্যক্রম আছে, সেই ক্রম-অনুযায়ী যদি না চলা যায়, তা'হলে সাফল্য আসে না। এখন, তোমার ভাল-করে ভেবে দেখা দরকার-তোমার ত্রুটি কোথায়-সিদ্ধান্ত করার ব্যাপারে, না সিদ্ধান্ত উদযাপনের ব্যাপারে। যেখানে যে পর্যায়ে ত্রুটি আছে, সেইটে শোধরাণ লাগে। ভুলও আমাদের কৃতকার্যতার পথ পরিস্কার ক'রে দিতে পারে, যদি ভুল-সম্বন্ধে বোধ থাকে‌। জ্ঞান ও বোধ চাই, আর সেই জ্ঞান ও বোধ-অনুযায়ী চলা চাই। ভাল ক'রে ধ্যান-ধ্যারণা করলে ব্যাপারগুলি সব দিক দিয়ে চিন্তা করার ক্ষমতা হয়। ধ্যান-ধারণায় বাস্তব চলনও নিখুঁত হয়। ধ্যান মানে মনন, চিন্তন, আর ধারণা মানে ব্যাপারগুলিকে সঙ্গতিশীল ক'রে রাখা-ভালমন্দ বেছে নিয়ে।



উক্ত দাদা- মাঝে মাঝে দুঃখ-কষ্টে মন যেন বিকল হ'য়ে পড়ে, তখন আর কিছু ভাল লাগে না।

শ্রী শ্রী ঠাকুর(সহাস্যে) -- দুঃখ-কষ্টে সাময়িক ওরকম সবারই হয়। ও কিছু না। সব সত্ত্বেও তো তুই চলছিস্। আর চলাও লাগবে, করাও লাগবে। অবসাদে গা ঢেলে দিলে তো বাঁচার তাগিদ পূরণ হবে না! তাই ওকে প্রশ্রয় দিয়ে লাভ কী? আর,তুমি যদি সব সময় দুঃখের চিন্তায় ভারাক্রান্ত থাক, এবং অন্যের কাছেও নিজের দুঃখের কথা বল, তা'হলে কিন্ত মানুষ তোমাকে এড়িয়ে চলতে চাইবে‌। দুঃখের সময় তোমাকে সহানুভূতি দেখাবারও কোন লোক পাবে না। তার চাইতে নিজের দুঃখ-কষ্ট সত্ত্বেও চেষ্টা ক'রো-মানুষকে সুখী ও তৃপ্ত করার জন্য কতখানি করতে পার-ত্বরিতকর্ম্মা হ'য়ে সাফল্যে সম্বৃদ্ধ হ'তে ও করতে‌। সেই করার ভিতর-দিয়ে মানুষ তোমার আপন হবে। মানুষকে যত আপন করতে পারবে, ততই তোমার লাভ। পরমপিতা চান না যে আমাদের কোন অমঙ্গল হোক, আর তিনি আমাদের ভিতর সেই শক্তিও দিয়ে দিয়েছেন যাতে প্রত্যেকটা অবস্থাকে মঙ্গলপ্রসূ ক'রে নিয়ন্ত্রিত করতে পারি।

আঃ প্রঃ-৫ম খন্ড। ১৭/৭/১৯৪৩ শনিবার ।পৃঃ-৪৯
Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment