Ads (728x90)

SRI SRI THAKUR VIDEO

Like this page

Recent Posts

World time

Add as a follower to automatically get updated Article. Jaiguru!

মিস শিমারঃ ইচ্ছাশক্তির উদয় হয় কিভাবে? তা' বৃদ্ধি করার পথ কী?

শ্রীশ্রীঠাকুরঃ Love(ভালবাসা)-ই পথ।একটি মেয়ে হয়তো অলস ও ঢিলে, তা'ছাড়া ঘুম-কাতুরে। বাপ-মা কত ব'লে-ব'লেও হয়তো তাকে ভোরে ঘুম থেকে ওঠাতে পারেনি। সেই মেয়েরই ভাল বিয়ে হ'লো।সে মনোমতো স্বামী পেল।তার উপর টান পড়ল। তখন দেখা যাবে স্বামীর খুশীর জন্য তার কর্ম্মতৎপরতার অন্ত নেই। ভোর থেকে উঠে কাজে লেগে যাচ্ছে। নইলে যে স্বামীকে সময়মতো জলখাবার দিতে পারবে না, ভাত দিতে পারবে না। শত উপদেশেও যে একদিন চেতেনি, ভালবাসার টানে সে এখন নিজে থেকেই সচেতন হ'য়ে উঠেছে।



তাই-ই জুগিয়েছে তাকে শক্তি, যা' তাকে নিজের দুর্ব্বলতাকে অতিক্রম করার সামর্থ্য দিয়েছে। ভালবাসা এইভাবে অসাধ্য সাধন করায় মানুষকে দিয়ে। ভালবাসার পাএ যত মহৎ হয়, তার মহৎ ইচ্ছা গুলি পূরণ করতে গিয়ে, মানুষের ইচ্ছা ও প্রচেষ্টা তত প্রচন্ড হ'য়ে ওঠে।

শুনেছি, স্বামী বিবেকানন্দ নাকি এক সময় ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা জানিয়েছিলেন যাতে তিনি সর্ব্বদা সমাধিমগ্ন হ'য়ে থাকতে পারেন।

কিন্তু ঠাকুর তাঁর সেই অভিপ্রায় অনুমোদন না ক'রে পৃথিবীর মানুষের জন্য যে তাঁর অনেক কিছু করবার আছে, সেই দিকেই তাঁর দৃষ্টি আকর্ষণ করেন। লোকের মঙ্গলের জন্য বিবেকানন্দ স্বামীজীর মধ্যে যে তীব্র কর্ম্মপ্রচেষ্টা দেখা যায় তার মূলে আছে কিন্তু ঠাকুরের প্রেরণা ও ঠাকুরের প্রতি তাঁর ভালবাসা।
রামচন্দ্রের জন্য হনুমান, রামদাসের জন্য শিবাজী কি কান্ডটাই না করল।তাঁদের প্রবল ইচ্ছাশক্তি ও কর্ম্মশক্তির পিছনে ছিল তাদের টান।

(আঃপ্রঃ--১০/১১১)

Post a Comment