Ads (728x90)

SRI SRI THAKUR VIDEO

Like this page

Recent Posts

World time

Add as a follower to automatically get updated Article. Jaiguru!

 অনবরত বীজনাম জপ অভ্যাস করতে হয়।
 প্রত্যহ রাতে আধাঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট ধ্যান করতে হয়।
 প্রত্যহ প্রত্যুষে অন্ন-জল গ্রহণের পূর্বে ইষ্টভৃতি করতে হবে। এবং
    ৩০ দিনের দিন সদক্ষিণা তা’ ইষ্টস্থানে পাঠাতে হবে।
 প্রত্যহ ডাটাসহ একটি থানকুনি পাতা চিবিয়ে খেয়ে একগ্লাস জল খেতে হবে।
 সকাল ও সন্ধ্যা নির্ধারিত সময়ে বিনতি-প্রার্থনা করা।
 প্রত্যহ কাজ কর্ম্মের ফাঁকে ৩/৪ বার শবাসন দিতে হয়।
 ধূমপান ও মাদক পরিহার করে চলাই বিধান।
 সদাচার পালন ও সাত্ত্বিক আহারই ধর্ম্মীয় বিধান।
 প্রতিনিয়ত যাজন করে অপরকে দীক্ষিত করতে হয়, কারণ, ধর্ম্মদান শ্রেষ্ঠ দান।
 প্রস্রাব ও পায়খানা করে উপযুক্ত শৌচ করতে হবে।
 নাকে ও মুখে আঙ্গুল দিলে সাথে-সাথে হাত ধুয়ে ফেলা উচিত।
 অধ্যায়ন, সৎসঙ্গে যোগদান, ঋত্বিক সাহচর্য্য, আচার্য্য দর্শন-প্রণাম ও ঠাকুরবাড়ি যাওয়া বাঞ্ছনীয়।
 অন্যের পোষাক ব্যবহার এবং অপরের বিছানায় শোয়া ও বসা নিষিদ্ধ। 
         
 রান্নার সময়ঃ
 খুব নামজপ করতে হয়।
  ঠাকুরভোগ রাঁধছি ভাবতে হয়।
  যা’ ঠাকুরভোগে নয়, তা’ রান্না ও খাওয়া পাপ।
  দৈহিক-সদাচার ও পবিত্র-মনোভাব বাঞ্চনীয়।
  ঋতুগায়ে ৩/৪ দিন ছোঁয়া-নাড়া উচিৎ নয়।
  যে ইষ্টত্যাগী তার হাতে রান্না বা ছোঁয়া অন্ন খেলে পতিত হতে হয়
 স্নান করে তবেই রান্না করতে

Post a Comment