Ads (728x90)

SRI SRI THAKUR VIDEO

Like this page

Recent Posts

World time

Add as a follower to automatically get updated Article. Jaiguru!

§ ব্যাবসায়ের পঞ্চনীতিঃ
১. নিয়মিত ইষ্টভৃতিপারায়ণ হয়ে ভিতর-বাইরে মিষ্ট সেবাপ্রাণ সদ্ব্যাবহার।
২. দৈনন্দিন হিসাবপত্র সহ উন্নতিমুখী লাভজনক পরিচালনা।
৩. প্রত্যক্ষ পর্যবেক্ষণ।
৪. কথার খেলাপ না করা।
৫. লাভের অন্তত একচতুর্থাংশ নিয়মিত মূলধনে যোগ করা।

§ ঘোষণায় পরিব্যাপন, কর্ম্মে দক্ষতা ও নিপুণতা, ব্যবহারে সেবা ও সংবর্দ্ধনা, এই রকম চরিত্রই হচ্ছে ব্যবসায়ের প্রিয়চরিত্র; - চরিত্রগত করিয়া ফেল, তুমি সার্থকে উন্নীত হইবে!
 শ্রীশ্রীঠাকুর




§ যদি ব্যবসা করিতে চাও আগে ব্যবহার শিক্ষা কর, তাহা এমনতর যাহাতে সেবা ও সংবর্দ্ধনায় মানুষ স্বস্তি ও তৃপ্তি পায়; - আর, এইটি চরিত্রগত করাই হইল কৃতকার্য্যতার মূল ভিত্তি।

§ ব্যবসার প্রিয় চরিত্র কি শুনবি কি রে তা?
ঘোষন-দক্ষ নিপূণ স্বভাব সেবায় কুশলতা।

§ খেটে-খুটে আয় যে করে
মা-লক্ষী তায় আগলে ধরে।

§ মাথার ঘাম পায়ে ফেলে
লাভ দেখালে পয়সা মেলে।

§ আসল ভেঙ্গে যে-জন খায়
তার ব্যবসা চুলোয় যায়।

§ মূলধনে যাদের হাত চলে
ব্যবসায় প্রায়ই কুফল ফলে।
 শ্রীশ্রীঠাকুর
§ মূলধনে যে আঘাত হানে
তার প্রতি হন লক্ষী বিমুখ,
ঐ ধনে যে অর্ঘ্য যোগায়
লক্ষী বাড়ান তাহারই সুখ।

§ মূলধনই জানিস লক্ষীর আসন ভাঙ্গিস্ না তা কোনকালে,
ভাঙ্গলে হবি লক্ষীছাড়া পড়বি কিন্তু শরজালে।

§ লাভের আধা করবি খরচ সেইটি জানিস্ সমীচীন,
এ না করে করলে ব্যবসা দিনে-দিনে হবিই ক্ষীণ।

§ লাভের বেশী করলে খরচ টিকতে জেনো পারবে না,
দেনায় ব্যবসা ডুবে যাবে নিজেরও কিছু রইবে না।

§ মানুষ সম্পদ না করে তুই টাকাস্বার্থী হবি যত,
দুঃখ-অভাব-দূর্ব্বিপাকে ততই রে তুই থাকবি রত

§ মানুষের হৃদয়-অর্জ্জন না করে অর্থোপার্জ্জনের ধান্ধা নিয়ে যত চলবে, ততই শ্ল¬থ-সম্পদ্ হয়ে উঠবে।

Post a Comment