Ads (728x90)

SRI SRI THAKUR VIDEO

Like this page

Recent Posts

World time

Add as a follower to automatically get updated Article. Jaiguru!

আজ কাগজে বেরিয়েছে ডমিনিয়ান পার্লামেন্টে প্রস্তাব উঠেছে মেয়েদের পৈতিৃক সম্পত্তিতে অধিকার থাকবে। এই সম্পর্কে শ্রীশ্রীঠাকুর বললেন,   বৈষয়িক কোন ব্যবস্থা করতে গেলে তিনটে consideration( উদ্দেশ্য ) answer ( পূরণ ) করে কিনা ভেবে দেখতে হবে। প্রথমটা হচ্ছে - selfish consideration (স্বার্থপ্রণোদিত উদ্দেশ্য) অর্থাৎ ব্যবস্থাটা বিশেষ ব্যক্তি, বিশেষ পরিবার, বিশেষ সমাজ বা বিশেষ দেশের প্রকৃত ও স্থায়ী স্বার্থের পরিপন্থী কিনা। দ্বিতীয়টা হচ্ছে  generous consideration  (উদারতামূলক উদ্দেশ্য)। একপক্ষ যদি অপরের মঙ্গলের জন্য কিছুটা স্বার্থ ত্যাগ করতে প্রস্তুত থাকে, তাহলে ঐ স্বার্থত্যাগের ফলে শেষ পর্যন্ত অপর পক্ষের সত্যই ভাল হয় কিনা, আবার যে স্বার্থত্যাগ করে, তার সত্তাও বিপন্ন হয় কিনা - এমনতর সর্ব্বাঙ্গীন বিচার। আর, তৃতীয়টা হচ্ছে  equitable consideration  (ব্যক্তিবৈশিষ্ট্যপূরণী উদ্দেশ্য)। অর্থাৎ এ ব্যবস্থা প্রবর্ত্তনের ফলে প্রত্যেক ব্যক্তি, পরিবার, সম্প্রদায়, সমাজ ও দেশের সত্তাপোষণী বৈশিষ্ট্য ও স্বাতন্ত্র্য অক্ষুন্ন থাকে কিনা। এই সব বিভিন্ন দিকের সমন্বয় করে বৈষয়িক ব্যাপারগুলির বিলিব্যবস্থা করতে হয়। ফলকথা, প্রত্যেকেরই লাভবান হবার অধিকার আছে, কিন্তু অপরের সত্তা, স্বার্থ ও বৈশিষ্ট্যকে ব্যহত না করে। আবার, ত্যাগের ক্ষেত্রে সেই ত্যাগই ধর্ম্মদ, যে ত্যাগের ফলে সপরিবেশ বৈশিষ্ট্যসম্মত সত্তাসম্বর্দ্ধনা যথাসম্ভব অটুট থাকে।

তথ্যসূত্র: আলোচনা প্রসঙ্গে ( ১১শ খন্ড, ১১ / ০৪ / ১৯৪৮)


Post a Comment