Ads (728x90)

SRI SRI THAKUR VIDEO

Like this page

Recent Posts

World time

Add as a follower to automatically get updated Article. Jaiguru!

মানব জীবনের উদ্দেশ্যঃ-

১/মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হলো ঈশ্বরকে লাভ করা।

২/ঈশ্বর লাভের উপায় কি ???
==> “ভক্তি, বিশ্বাস ও নির্ভরতা”

৩/অন্তরায় কি ???
==> “বাসনা, কামনা ও আসক্তি”

৪/গুরু কে ???
==> “বিপাক পথে হাত ধরে যিনি চলার কায়দা শিখিয়ে দেন তিনিই গুরু”

৫/আচার্য্য কে ??
==>“যিনি আচরণ সিদ্ধ--তিনিই আচার্য্য”

৬/নশ্বর এই মানবদেহ,-
কখন যে কোন মুহুর্তে মৃত্যুর কোলে ঢলে পড়বে কেউ তা জানে না।
তাই পরম দয়াল বলেছেন,
“সৎ দীক্ষা তুই এক্ষুনি নে,
ইষ্টেতে রাখ সম্প্রীতি
মরণ-তরণ এ নাম জপে
কাটেই অকার যম-ভীতি”
‘সদগুরু’ অর্থাৎ অবতার পুরুষই ঈশ্বরের সাকার মূর্তি।তাঁকে বাদ দিয়ে ভগবানকে পাওয়া পাওয়া যায় না।

৭/জীবনে যদি উন্নতি করিতে চাও,সুখ চাও,শান্তি চাও তবে সদগুরুর শরণাপন্ন হও।সৎনাম মনন করো ও সৎসঙ্গের আশ্রয় গ্রহন করো।সৎ হও, সাহসী হও, দুর্বলতা ত্যাগ করো। আর নির্ব্বিচারে বিনা দ্বিধায় তাঁর আদেশ পরিপালন করো।ছেড়ো না লেগে থাকো।সাধনাই-সিদ্ধি।মনে রেখো, দুর্বল, ভীরু,কাপুরুষরাই--মরে, বীর কখনো মরে না।

৮/বিরোধ করো না-নিরোধ করো।”যজন-যাজন-ইষ্টভৃতি-স্বস্তয়নী-সদাচার “-এই পাঁচটি নীতি পালন করে দীর্ঘায়ু ও সুস্থ শরীরের অধিকারী হও।

Post a Comment