Ads (728x90)

SRI SRI THAKUR VIDEO

Like this page

Recent Posts

World time

Add as a follower to automatically get updated Article. Jaiguru!

সফল হতে চান?

জীবনে সবাই সফল হতে চায়। সফল হবার জন্য নাই কোন সহজ পথ। সাফল্য একটি আপেক্ষিক বিষয়। এক এক জনের কাছে সাফল্য এক এক রকম। এই বিষয়ে রয়েছে নানা মত, নানান বই ইত্যাদি। সবকিছুর একটাই মূল কথা; কাজ করে যাও সাফল্য আসবেই। আমি বলবো মানুষ কখোনই পরি পূর্ন সফল হতে পারে না। কেহ সংসার জীবনে, কেহ কর্ম জীবনে, কেহ সামাজিক ভাবে সফল। কিন্তু সবদিক দিয়ে সফল মানুষ হাতে গোনা কয়েকজন।

"শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্র" সত্যানুসরণে ১২টি বিষয়ের (দ্বাদশ সঙ্কেত) কথা বলেছেন। যারা সঠিক ভাবে পালন করতে পারবে আমার বিশ্বাস তারা জীবনে সব দিক দিয়ে সফল হবেই।

"সাফল্যের দ্বাদশ সঙ্কেত"

১। জীবনকে যেভাবে বলি দেবে, নিশ্চয় তেমনতর জীবন লাভ করবে। একটা চাইতে গিয়ে দশটা চেয়ে ব'সো না। একেরই যাতে চরম হয় তাই কর। সবগুলিই রক্ষা পাবে।

২। উদ্দেশ্যে অনুপ্রাণিত হও আর প্রশান্তচিত্তে সমস্ত সহ্য কর-তবেই তোমার উদ্দেশ্যে সফল হবে।

৩। হৃদয় দাও, কখনও হ'টে যেতে হবে না।

৪। নির্ভর কর, কখনো ভয় পাবে না।

৫। বিশ্বাস কর, অন্তরের অধিকারী হবে।

৬। সাহস দাও, কিন্তু শঙ্কা জাগিয়ে না-দিতে চেষ্টা কর।

৭। ধৈর্য্য ধর, বিপদ কেটে যাবে।

৮। কেহ তোমাকে দোষী করবার পূর্বেই কাতরভাবে নিজদোষ স্বীকার কর – মুক্তকলঙ্ক হবে , জগতের স্নেহের
পাত্র হবে।

৯। সংযত হও, কিন্তু নির্ভীক হও।

১০। সরল হও, কিন্তু বেকুব হ'য়ো না।

১১। বিনীত হও, তাই বলে দুর্বলহৃদয় হ'য়ো না।

১২। সাধু সেজো না, সাধু হতে চেষ্টা কর।

লেখক:
বাপ্পী সরকার


Post a Comment