Ads (728x90)

SRI SRI THAKUR VIDEO

Like this page

Recent Posts

World time

Add as a follower to automatically get updated Article. Jaiguru!

একাদশীর দুটো দিক ।
১ । চান্দ্রমাসের উভয় পক্ষের প্রতি একাদশ দিবসের দিনটিকে একাদশী বলে । ওই দিনে শরীর রসস্থ হয় তাই সাত...্তিকভাবকে রক্ষা করতে তণ্ডুল জাতীয় খাদ্য খেতে নেই । কিন্তু আমিষ আহার করে একাদশী পালন করা স্ববিরোধ আচরণ । কারণ হিন্দুদের আমিষাহার নিষেধ ।
২ । পাঁচটি জ্ঞানেন্দ্রিয় ও পাঁচটি কর্মেন্দ্রিয়ের নিয়ন্ত্রক মন । মনকে একাদশ ইন্দ্রিয় বলা হয় ।
মনকে আজ্ঞাচক্রে নিবদ্ধ করে জীবাত্মাস্থিত পরমাত্মাকে উপলব্ধি করার সাধনার নাম নিত্য একাদশী পালন ।




শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র তাঁর অনুগামীদের সদাচারী থেকে এক আদর্শে কূটস্থে মনকে নিবদ্ধ করে নিত্যসিদ্ধ হতে বলেছেন । উপরন্তু অষ্টমী, একাদশী, চতুর্দশী, অমাবস্যা ও পূণির্মাদি পর্বদিনের তিথিতে আর্য্য বিধির নিয়মানুসারে পক্কান্ন গ্রহণ নিষেধ করেছেন । মাসে এবং স্মৃতিচারণ দিবসে হবিষ্যান্ন গ্রহণ । বছরে একবার শিশু প্রাজাপত্য ব্রত করতে বলেছেন । এবং নিত্য একাদর্শ বা একাদশী পালনে (পঞ্চবর্হি ও সপ্তার্চ্চি পালন ।) ব্যর্থ হলে মহাসান্তপন ব্রত করতে নির্দেশ দিয়েছেন ।
ঠাকুরকে যাঁরা মানেন তাঁরা এই বিধিগুলো পালন করেন ।

Post a Comment