Ads (728x90)

SRI SRI THAKUR VIDEO

Like this page

Recent Posts

World time

Add as a follower to automatically get updated Article. Jaiguru!



শীতকালে বেশীরভাগ মানুষই কাশির সমস্যায় ভোগেন৷ চলুন কাশি থেকে কি করে দ্রুত মুক্তি পাবেন? তা জেনে নিই৷ 

আদা শুকিয়ে তা পিষে গরম জলের মধ্যে অনেকক্ষন ফোটান৷ সেই জলটা হালকা উষ্ণ করে দিনের মধ্যে তিন বার পান করুন৷ এতে উপকার পাবেন৷ 

গোলমরিচ, হরতকির গুড়ো, পিপ্পল জলের মধ্যে মিশিয়ে ভাল করে ফোটান৷ ঐ জলটা দিনের মধ্যে দুবার পান করুন৷ কাশি একেবারে কমে যাবে৷ 

হিং, গোলমরিচ এবং নাগরমোথা পিষে গুড়ের সঙ্গে মিশিয়ে বড়ি তৈরি করুন৷ ঐ বড়িটা প্রতিদিন খাওয়ার পরে খান৷ এতে কাশি কমে যাবে৷ বুকে বসা কফও বেরিয়ে যাবে৷

জলের মধ্যে নুন, হলুদ, লবঙ্গ এবং তুলসী পাতা ফুটিয়ে সেই জলটা ছেকে নিন৷ রাতে শোওয়ার আগে সেই জলটা হালকা গরম করে পান করুন৷ নিয়মিত পান করলে 7 দিনের মধ্যে আপনার কাশি কমে যাবে৷

Post a Comment