Ads (728x90)

SRI SRI THAKUR VIDEO

Like this page

Recent Posts

World time

Add as a follower to automatically get updated Article. Jaiguru!



ব্যাক পেইন এর সমস্যায় আজকাল বেশীরভাগ মানুষই কষ্ট পান৷ শোওয়া, বসা সব কিছুই তখন অসহ্য লাগে৷ চলুন এই যন্ত্রনা থেকে কি করে মুক্তি পাবেন তার কিছু উপায় জেনে নিই৷ 

চিকিত্সকদের মতে রাতে শোওয়ার সময় এক ভাবে শুয়ে থাকবেন না৷ মাঝে মাঝে ডান দিকে মুখ করে শুন৷ তো কখনও বাঁ দিকে মুখ করে শুন৷ বিছানাতে গদি রাখবেন না৷ শুধু মাদুরের উপর শুন৷ 

বিছানায় শুয়ে কখনও টিভি দেখবেন না৷ খবরের কাগজ পড়বেন না৷ যদি শুয়ে শুয়ে টিভি দেখার চেষ্টা করেন তাহলে আপনার ব্যাথাটা বেড়ে যাবে৷ 
WD
WD


কখনও এক ভাবে বসে থাকবেন না৷ এক ভাবে বসে থাকার ফলে আপনার মাংসপেশীর উপর চাপ পড়বে৷ তাই মাঝে মাঝে নিজের বসার অবস্থাটা পরিবর্তন করুন৷ 

চিকিত্সকেরা বলেন যসি আপ একনাগাড়ে কোথায় বসে থাকেন যেমন সিনেমা হলে মুভি দেখতে গেছেন৷ তখন একনাগাড়ে বসে থাকতে হয়৷ তখন পায়ের উপর পা দিয়ে বসুন৷ এতে আপনার মাংসপেশীর উপর চাপ পড়বে না৷ 

বাড়িতে যে কোন কাজের জিনিস হাতের কাছে রাখুন৷ সেগুলো নিতে গিয়ে যেন আপনাকে যেন ঝুঁকতে না হয়৷ 

ওয়ালেট রাখার বিষয়ে সতর্ক হয়ে যান৷ পুরুষরা বিশেষ করে পিছনের পকেটে কখনও ওয়ালেট রাখবেন না৷ 

ভারী জিনিস কখনও তুলবেন না৷ 

মহিলাদের ক্ষেত্রে সন্তান হওয়ার পরে ওজন যাতে না বেড়ে যায় সেই দিকে খেয়াল রাখা উচিত৷

Post a Comment