Ads (728x90)

SRI SRI THAKUR VIDEO

Like this page

Recent Posts

World time

Add as a follower to automatically get updated Article. Jaiguru!



ND
ND
ভেষজ কিছু উপাদান আছে যা আমাদের শারীরিক নানা সমস্যা অনায়াসেই দূর করে৷ হাতের কাছে সেই জিনিস গুলো থাকা সত্ত্বেও আমরা এই উপাদান গুলোর গুণগত দিকটা না জানার জন্য তার সঠিক প্রয়োগ করতে পারি না৷ প্রকৃতির শোভা বাড়ানোর সঙ্গে গোলাপ ,চামেলী এবং নীমে ফুলের ভেষজ কিছু গুণ আছে যার প্রয়োগে শারীরিক নানা সমস্যা দূর হযে যায়৷ চলুন তা জেনে নিই৷ 

গোলাপ: গোলাপ ফুল থেকে গোলকন্দ তৈরি করা হয় যা পেটের কৃমি দমনে সহায়তা করে৷ এছাড়া গোলাপ জল দিয়ে চোখ ধুলে চোখের ফোলা ভাবটা কমে৷ চোখ জ্বালাও কমে৷ গোলাপের তেল মাথা ঠান্ডা করে৷ 

চামেলী: চর্মরোগ,পায়রিয়া,ঘা এবং চোখের নানা সমস্যার ক্ষেত্রে চামেলী তেল ব্যবহার করা হয়৷ শরীরে রক্ত সঞ্চালনের মাত্রা বাড়ায়৷ চামেলী পাতা চেবোলে মুখের ছালা কমে যায়৷ 

নীম: নীম ফুল পিষে ফোড়া বা ফুসকুরিতে লাগালে জ্বালাভাবটা কমে যায়৷ এছাড়া নীম ফুল যদি শরীরের নানা স্থানে লাগানো যায় তাহলে দাদ চুলকানি হবে না৷ এছাড়া নিম ফুল পিষে জলের মধ্যে ঘুলে মধুর সঙ্গে মিশিয়ে খেলে ওজন কমে যায়৷ রক্ত পরিষ্কার হয়৷ এছাড়া সংক্রামক রোগের হাত থেকেও রেহাই পাওয়া যায়৷

Post a Comment